ইন্টারন্যাশনাল কারাতে ইউনিয়নের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন

প্রকাশ | ২৩ মে ২০২৫, ২১:১২

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

ইন্টারন্যাশনাল কারাতে ইউনিয়ন অব বাংলাদেশ (আই কে ইউ, বাংলাদেশ) জাপানের World Koshiki Karatedo Federation  কর্তৃক বাংলাদেশে একমাত্র অফিসিয়াল প্রতিনিধি হিসেবে স্বীকৃতি পেয়েছে। 

স্বীকৃতি অর্জন উপলক্ষে গতকাল রাতে উত্তরার একটি হোটেলে আই কে ইউ এর পক্ষ থেকে এক মতবিনিময় সভা ও নৈশভোজের আয়োজন করা হয়। ইন্টারন্যাশনাল কারাতে ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আতিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,  সংগঠনের সহ-সভাপতি শেকানুল ইসলাম শাহী, সাধারণ সম্পাদক ও প্রধান প্রশিক্ষক সেনসি আব্দুল্লাহ আল-মামুন, প্রশিক্ষক সাঈদ মাহমুদ ও সহকারী প্রশিক্ষক রিতু । 

বক্তাগণ বলেন - এই অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশের মার্শাল আর্ট ইতিহাসে এক অনন্য অধ্যায়ের সূচনা হলো! জাপানের এ স্বীকৃতি শুধু আমাদের জন্য নয়, বরং বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য একটি নতুন দ্বার উন্মোচন করেছে- আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, প্রতিযোগিতা ও উন্নয়নের দিগন্ত এখন হাতের নাগালে। আমরা বিশ্বাস করি, বাংলাদেশ থেকেই উঠে আসবে আগামী দিনের বিশ্বজয়ী মার্শাল আর্ট নেতৃত্ব। সভায় সাঈদ মাহমুদকে ওয়ার্ল্ড কোশিকি কারাতেডো ফেডারেশন, বাংলাদেশে এর সাধারণ সম্পাদকের দায়িত্ব অর্পণ করা হয়।