কুতুবদিয়ায় বিমান বাহিনীর যুদ্ধ মহড়ায় ব্যবহৃত ড্রোনের ল্যান্ডিং চাকা উদ্ধার
প্রকাশ | ২৩ মে ২০২৫, ২১:৫৩

কক্সবাজারের কুতুবদিয়ায় বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ মহড়ায় ব্যবহৃত একটি ড্রোনের ভাঙা ল্যান্ডিং চাকা উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাতে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের চুল্লার পাড়ার মৃত শরিয়তুল্লাহর ছেলে মোহাম্মদ নাজিম উদ্দিনের বসতবাড়ি থেকে ওই চাকাটি উদ্ধার করা হয়।
জানা গেছে, মোহাম্মদ নাজিম উদ্দিন গত ১৬ মে সকাল ১০টায় তার প্রতিবেশী মোঃ সাকিব,মোঃ সাব্বির এবং মোঃ সোহেল চিল্লার পাড়া এলাকায় সাগরে পাড়ে চাকাটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তারা নিয়ে আসেন। পরে, সেটা নাজিমের বাড়িতে রাখেন।
এবিষয়ে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরমান হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে চাকাটি উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে বিমান বাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।