কুমিল্লায় মাদক নিরাময় কেন্দ্রে যুবকের  মৃত্যু,এলাকায় উত্তেজনা

প্রকাশ | ২৩ মে ২০২৫, ২২:৫৪

স্টাফ রিপোর্টার, কুমিল্লা
ছবি : যায়যায়দিন

কুমিল্লা নগরীর নিউ যত্ন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে কাজী সোহেল  নামে  এক যুবকের মৃত্যুর কে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। 

নিহত কাজী সোহেল জেলার বরুড়া উপজেলার  ১০ নং উত্তরশীল মুড়ি ইউনিয়নের লতিফপুর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে। 

নিহত কাজী সোহেলের বড়  বোন মাসুদা বেগম জানান, আমার ভাই কাজী সোহেলকে তিন মাস ১২ দিন আগে  কুমিল্লা নগরীর  ডুলীপাড়া এলাকায় নিউ যত্ন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। 

শুক্রবার দুপুরে (২৩মে)আমার ভাইকে ওই নিরাময়  কেন্দ্রে দুপুরের খাবার দাবার খাইয়ে আমরা বাড়ি চলে যাই। 

বিকেলে ওই মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে আমার ভাই ফাঁস  দিয়ে আত্মহত্যা করেছে বলে আমাদের খবর দেয়া হয়। খবর পেয়ে আমরা দ্রুত ওই নিরাময় কেন্দ্রে ছুটে আসলে এখানের শত শত লোকজনের উপস্থিতিতে দেখি। 

আমার ভাইকে নিরাময় কেন্দ্রের  লোকজন মেরে ফেলেছে মর্মে প্রতিবাদ করলে  নিরাময় কেন্দ্রের লোকজন আমাদের উপর হামলা চালায়। রাত পৌনে দশটায় কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুর ইসলাম জানান, নিহতের লাশ ঘটনাস্হলে রয়েছে এবং কোতোয়ালি থানা পুলিশের একটি টিম ও ঘটনা স্থলে আছে। 

তবে ঘটনাস্হল সদর দক্ষিণ থানা এলাকায়  ফলে  এ বিষয়ে সদর দক্ষিণ থানা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। 

এ বিষয়ে বক্তব্য জানার জন্য সদর দক্ষিণ থানার ওসি রফিকুল ইসলামের মোবাইল নাম্বারে একাধিক বার ফোন করেও রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।