জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান অনুকরণীয় দৃষ্টান্ত

প্রকাশ | ২৪ মে ২০২৫, ১২:০২

মো. ছিরু মিয়া, মুকসুদপুর প্রতিনিধি
গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান

গোপালগঞ্জ জেলা প্রশাসনের কার্যক্রমে নতুন গতির সঞ্চার ঘটিয়েছেন বর্তমান জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। তাঁর দক্ষ নেতৃত্ব ও মানবিক দৃষ্টিভঙ্গি জেলার জনসেবা ও উন্নয়ন কর্মকাণ্ডে এক নতুন দিগন্তের উন্মোচন করেছে।

জেলার প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে শহরাঞ্চলের নাগরিকরাও প্রশাসনিক সেবায় স্বচ্ছতা ও গতিশীলতার স্বাদ পাচ্ছেন। ডিজিটাল সেবা কেন্দ্র পরিচালনা, শিক্ষা খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, ভূমিসেবা সহজীকরণ, কৃষি ও পল্লি উন্নয়ন কার্যক্রমে গতি আনা-এসব কিছুই তাঁর নেতৃত্বের ইতিবাচক প্রতিফলন।

বিশেষ করে দুর্যোগকালীন সময়ে তাঁর পূর্বপ্রস্তুতি ও তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ সাধারণ মানুষের মধ্যে প্রশাসনের প্রতি আস্থা বাড়িয়েছে। জেলা প্রশাসক নিজেই জানান, ‘প্রশাসন জনগণের সেবক-এই ভাবনা থেকেই আমি কাজ করি। মানুষের সেবায় থাকতে পারাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।’ তাঁর এ ধরনের উদ্যোগ ও দায়িত্বশীলতা ইতোমধ্যেই সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি ও গণমাধ্যমের প্রশংসা অর্জন করেছে।

সাধারণ মানুষের প্রত্যাশা, জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের এই নিরলস প্রয়াস ভবিষ্যতেও গোপালগঞ্জকে আরও উন্নত ও মানবিক প্রশাসনের মডেলে পরিণত করবে।