চৌহালীতে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ | ২৪ মে ২০২৫, ১২:০৬

সিরাজগঞ্জের চৌহালীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যদের অংশগ্রহণে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ মে) সকালে উপজেলা খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয় ।
উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোস্তাফিজুর রহমান ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা /কর্মচারীগন।
উল্লেখ্য,প্রশিক্ষণে চৌহালী উপজেলার সদিয়া চাঁদপুর, উমারপুর ও স্থলচর এই তিনটা ইউনিয়নের মোট ৮৪ জন ইউপি সদস্য অংশগ্রহণ করেন।