বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ 

প্রকাশ | ২৪ মে ২০২৫, ১২:৫৬

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন এমকে ফুটওয়্যার নামক একটি কারখানার শ্রমিকরা। শনিবার সকালের দিকে উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া এলাকায় বিক্ষোভ করে তাঁরা ।

কারখানার শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, শনিবার সকালে কাজে এসে দেখেন ভিতরের গেইটে তালা ঝুলিয়ে চলে গেছে কারখানা কর্তৃপক্ষ। চলতি মাসসহ এপ্রিল মাসের বকেয়া বেতন পাওনা। দেই দিচ্ছি করে পরিশোধ করেনি। এডমিনকে বারবার জানালেও তারা গড়িমসি করছে। এই দাবিতে সকাল থেকে কারখানার সামনে আন্দোলনে নামে শ্রমিকরা।

এ বিষয়ে কারখানার এডমিন ম্যানেজার মিজানুর রহমান বলেন, 'নানা বিষয়ে অর্থনৈতীক সংকটে পড়েছে কারখানার মালিক পক্ষ। তারপরও এপ্রিলের আগের সব বেতন পরিশোধ করেছে। কারখানায়  বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় বর্তমানে উৎপাদন বন্ধ রয়েছে।'

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক বলেন,' খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা মালিক পক্ষের সঙ্গে কথা বলছি। বিদ্যুৎ সংযোগ দিয়ে কারখানার শ্রমিকদের পাওনা পরিশোধ করবেন বলে আশ্বাস দিয়েছেন। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।'