মিঠাপুকুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ, আহত ৩
প্রকাশ | ২৪ মে ২০২৫, ১৩:৫২

রংপুরের মিঠাপুকুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে।
এতে তিনজন গুরুত্বর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে একজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আশংকাজনক অবস্থায় ভর্তি রয়েছেন।
শুক্রবার (২৩-মে) দুপুরে মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের ফরিদপুর দক্ষিণ পাড়ায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় মিঠাপুকুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে ফারুক হোসেন, ফজলুল হকের সঙ্গে অভিযুক্ত মৌলুদ হোসেন, সোহরাব হোসেন, সামছুল হক, দুলা মিয়া , সুমন মিয়া, মাজেদা বেগম, জান্নাতুলের বিরোধ চলে আসছিলো। এরই জের ধঁরে-ঘটনার সময় ফজলুল হক, বাড়ির উঠানে অবস্থান করাকালীন অভিযুক্তরা লাঠি, লোহার রড ও ধারালো ছোরা দিয়ে অতর্কিত হামলা চালায়।
এতে ফজলুল হক গুরুত্বর আহত হন। এসময় তাকে উদ্ধার করতে গিয়ে ফারুক হোসেন এবং তার বড়বোন নুরজাহান বেগম হামলার শিকার হন। পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে ফজলুল হকের অবস্থার অবনতি হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ বিষয়ে অভিযুক্ত মৌলুদ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, জমি নিয়ে দীর্ঘদিন থেকে আমাদের ভাই বোনদের বিরোধ চলছিল। উভয়পক্ষে মারামারি সংঘটিত হয়েছে। আমিও আহত হয়েছি।
মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।