ভাওয়াল মির্জাপুর কলেজে কবি নজরুলের জন্মজয়ন্তী
প্রকাশ | ২৪ মে ২০২৫, ১৫:৪৮ | আপডেট: ২৪ মে ২০২৫, ১৫:৫৩

গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর কলেজে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে।
শনিবার (২৪ মে) জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আবুল হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক এ.কে.এম. জাহিদ সরোয়ার, মো. আব্দুল বারী, এ. কে. সায়েম, আজমেরী বেগম, মো. জাহিদুল ইসলাম, মো. শাহজালাল, সিহানুর বাশার সুজন প্রমুখ।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন প্রভাষক জাহানারা সরকার নদী, একাদশ শ্রেণির ছাত্র তাহসিন ও ইমতিয়াজ।
আলোচনা শেষে অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন প্রভাষক জাহানারা সরকার নদী শিক্ষার্থী নিহা, মরিয়ম, সানজিদা। সঙ্গীত পরিবেশন করেন প্রভাষক বেনজির সুলতানা, উম্মে রুপা, সাব্বির আহমেদ, শিক্ষার্থী সানজিদা।
এছাড়াও অনুষ্ঠানে দলীয় সঙ্গীতে অংশ নেন প্রভাষক বেনজির সুলতানা, উম্মে রুপা, মো. হাবিবুল্লাহ, তৌহিদা আবেদীন, অঞ্জলি দাস, সাব্বির আহমেদ প্রমুখ।
অনুষ্ঠান শেষে কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।