মহেশখালীতে ৪ আওয়ামী লীগ নেতা আটক

প্রকাশ | ২৪ মে ২০২৫, ১৬:১৮

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
গ্রেফতাকৃত আওয়ামী লীগের নেতারা ছবি: যায়যায়দিন

মহেশখালীর আইনশৃংখলা নিয়ন্ত্রণে বিভিন্ন রাজনৈতিক মামলার আসামী গ্রেফতারের নিয়মিত প্রক্রিয়ায় উপজেলার ৮টি ইউপি ও ১টি পৌরসভার মধ্যে আওয়ামী লীগ অংগ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের মধ্যে গত শুক্রবার ২৩ মে গভীর রাতে ৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ ।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও হোয়ানক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম।

মহেশখালী উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মাতারবাড়ীর ইউপির ছাত্রলীগ নেতা সাদ্দাম ও কালারমারছড়া ইউপি আওয়ামীলীগ নেতা আহমদুর রহমান । 

সূত্র জানায়, ২০২৩ সালের (১৫ নভেম্বর) কালারমারছড়া মাঠে আওয়ামী লীগের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হত্যার হুমকি দিয়েছিলেন ফরিদু আলম।

]হুমকি দেওয়া তার বক্তব্যের ২৮ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

নবযোগদানকৃত মহেশখালী থানার ইনচার্জ ওসি মঞ্জুরুল হক যায়যায়দিন'কে বলেন, নিষিদ্ধঘোষিত দলের ৬জন নেতাকর্মীকে আমার টিম গ্রেফতার করতে সক্ষম হয়েছে, গ্রেফতারকৃতরা একাধিক মামলার আসামী । আসামীদের শনিবার সকালে কোর্টে সোপর্দ করেছি ।