পারস্পরিক বিরোধ জুলাই আকাঙ্খাকে ব্যর্থতার দিকে নিয়ে যাবে: শহিদ উদ্দিন মাহমুদ স্বপন

প্রকাশ | ২৪ মে ২০২৫, ১৭:৩৩

ফেনী প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির  কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, পারস্পরিক বিরোধ জুলাই আকাঙ্খাকে ব্যর্থতার দিকে নিয়ে যাবে।বর্তমানে জুলাই গণ অভ্যুত্থানের বিভিন্ন অংশীজনের মধ্যে যে বিরোধ দেখা যাচ্ছে তাতে জুলাই আকাঙ্খাকে ব্যর্থতার দিকে নিয়ে যাবে। 

রাষ্ট্রের স্থিতিশীলতা ধরে রাখতে গণঅভ্যুত্থানকারী রাজনৈতিক ও সামাজিক শক্তিসমূহের আরও দায়িত্বশীল ও দূরদর্শী ভূমিকা প্রয়োজন। সকলের ঐক্যবদ্ধ নেতৃত্বই পারে এই সংকট দূর করতে।

সাম্প্রতিক সময়ে কোন কোন রাজনৈতিক শক্তি এমন কিছু কৌশল নিচ্ছে, যা উত্তেজনা, বিভ্রান্তি ও সংঘাতের পরিবেশ তৈরি করছে এবং জাতীয় স্থিতিশীলতা হুমকির মুখে পড়ছে। রাজনৈতিক অস্থিরতা কেবল জুলাই অভ্যুত্থানের অভিপ্রায়কে বিপর্যন্তই করবে না, বরং গোটা রাষ্ট্রকে ঠেলে দেবে এক অনিশ্চিত ও বিপজ্জনক ভবিষ্যতের দিকে। 

এই ধরনের 'কর্মকৌশল' গণঅভ্যুত্থানের আকাঙক্ষার প্রতি ঝুঁকিপূর্ণ এবং কুক্ষিগত শাসনব্যবস্থার রূপান্তরকে ব্যাহত করে  ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থানের পথকে সুগম করবে।

তিনি শনিবার(২৪ মে) শনিবার জাতীয় সনদ প্রণয়ন, গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার ও জাতীয়  নির্বাচনের সমন্বিত রোডম্যাপ ঘোষণার দাবিতে জেএসডি দাগনভূঁঞা উপজেলা ও পৌর শাখার সম্মেলনে ফেনীর দাগনভূঞা উপজেলার কামাল আতাতুর্ক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন,  গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে রাষ্ট্রীয় রাজনীতিতে নীতি নির্ধারন ও বাস্তবায়নে রাজনৈতিক দলের সাথে শ্রমজীবী, কর্মজীবী ও পেশাজীবীদের সাংবিধানিক অধিকার প্রদান করলেই উপনিবেশিক শাসন ব্যবস্থার বিপরীতে জনগণের অংশগ্রহণমূলক রাজনৈতিক বন্দোবস্ত গড়ে উঠবে। এটাই জুলাই গণঅভ্যুত্থানের অভিপ্রায়।


সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক তাজ উদ্দীন আজাদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক এম এইচ জাহাঙ্গীরের সঞ্চালনায় উক্ত সম্মেলনে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেএসডির সিনিয়র সহ-সভাপতি আ,স,ম আবদুর রব এর সহধর্মিনী মিসেস তানিয়া রব।

সভায় প্রধান বক্তা জেএসডি সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেন রাষ্ট্র ব্যক্তিগত কোনো উচ্চাকাঙক্ষা পূরণের মঞ্চ নয়। এটি একটি সম্মিলিত নৈতিক দায়বদ্ধতার ক্ষেত্র। প্রতিটি রাজনৈতিক সিদ্ধান্ত জনগণ এবং ইতিহাসের কাছে জবাবদিহির বিষয়। অভ্যন্তরীণ আর্থসামাজিক পরিস্থিতি ও ভু রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে সংস্কারের ভিত্তিতে জাতীয় সনদ প্রণয়নের পর সংবিধান সংস্কার সভা ও জাতীয় নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক শক্তি সমূহ ঐক্যমত স্থাপন করলেই বিদ্যমান সংকট থেকে উত্তরণ লাভ করা সম্ভব।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, ফেনী জেলা জেএসডির সভাপতি বাবু হীরালাল চক্রবর্তী,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন। উক্ত অনুষ্ঠানে জেএসডির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও জেলা  ও উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।