রূপসায় ৯০ পিচ ইয়াবাসহ গ্রেফতার ১

প্রকাশ | ২৪ মে ২০২৫, ১৮:৪১

রূপসা (খুলনা) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

রূপসা থানা পুলিশ ৯০ পিচ ইয়াবাসহ মিরাজ মৃধা(২৫) নামে এক মাদক  কারবারি কে গ্রেফতার করেছে। 

গ্রেফতারকৃত  মিরাজ উপজেলার নৈহাটি ইউনিয়নের জয়পুর গ্রামের ফরহাদ মৃধার ছেলে। 

পুলিশ জানায় , গোপন  তথ্যের ভিত্তিতে ২৩মে  রাত অনুমান ০২.৪৫ ঘটিকার সময় জয়পুর এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত হতে ৯০ পিচ ইয়াবা ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

মিরাজ মৃধা একজন পেশাদার মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃতের নামে কেএমপি’র খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ অন্যান্য আইনে ৬টি মামলা রয়েছে । 

সে বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে নিজের হেফাজতে রেখে সুবিধাজনক সময়ে তা বিক্রি করতো বলে পুলিশ জানায।

এই ঘটনায় রূপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।