ঈদুল আজহা উপলক্ষে পার্বতীপুর-জয়দেবপুর রুটে স্পেশাল ট্রেন

প্রকাশ | ২৫ মে ২০২৫, ১০:৩৯ | আপডেট: ২৫ মে ২০২৫, ১০:৪০

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে পার্বতীপুর-জয়দেবপুর-পার্বতীপুর রুটে স্পেশাল ট্রেন চলাচল করবে। ঈদের পূর্বে ৩ দিন ও ঈদের পরে ৫ দিন এই ট্রেন চলাচল করবে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।

জানা যায়, জয়দেবপুর কমিউটারের চলাচল ০৩.০৬.২০২৫ ইং তারিখ হতে ১৪.০৬.২০২৫ ইং তারিখ পর্যন্ত বাতিল করে উক্ত রেক দ্বারা পার্বতীপুর-জয়দেবপুর-পার্বতীপুর রুটে স্পেশাল ট্রেন পরিচালিত হবে।

এই ট্রেন ঈদের পূর্বে ০৪.০৬.২০২৫ ইং তারিখ জয়দেবপুর হতে যাত্রা শুরু করে ০৬.০৬.২০২৫ ইং তারিখ পর্যন্ত ৩ দিন এবং ঈদের পর ০৯.০৬.২০২৫ ইং তারিখ পার্বতীপুর হতে যাত্রা শুরু করে ১৩.০৬.২০২৫ ইং তারিখ পর্যন্ত ৫ দিন চলাচল করবে।

ঈদের পূর্বে পার্বতীপুর স্পেশাল জয়দেবপুর ছাড়বে ১৯ টা ০ মিনিটে  এবং পার্বতীপুরে পৌঁছাবে ২ টা ৩০ মিনিটে অন্যদিকে জয়দেবপুর স্পেশাল পার্বতীপুর ছাড়বে ৮ টা ১৫ মিনিটে এবং জয়দেবপুর পৌঁছাবে ১৪ টা ২০ মিনিটে। ট্রেনটি উভয় পথে শুধু মাত্র চাটমোহর,ঈশ্বরদী বাইপাস, নাটোর,সান্তাহার ও জয়পুরহাট স্টেশনে যাত্রা বিরতি করবে।
ঈদের পর পার্বতীপুর স্পেশাল জয়দেবপুর ছাড়বে ৮ টা ১৫ মিনিটে এবং পার্বতীপুর পৌঁছাবে ১৪ টা ৫০ মিনিটে অন্যদিকে জয়দেবপুর স্পেশাল পার্বতীপুর ছাড়বে ২২ টা ২০ মিনিটে এবং জয়দেবপুর পৌঁছাবে ৫ টা ৪৫ মিনিটে। উভয় পথে ট্রেনটি শুধু মাত্র চাটমোহর,ঈশ্বরদী বাইপাস,নাটোর,সান্তাহার ও জয়পুরহাট স্টেশনে যাত্রা বিরতি করবে।

এই ট্রেনে সাচ্ছন্দ্যে ও নিরাপদে যাত্রী চলাচলের জন্য নিরাপত্তা ব্যবস্হা নিশ্চিত করা হবে বলে পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফকরুল ইসলাম জানিয়েছেন। 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন,পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পার্বতীপুর রেলওয়ে জংশন ও প্রতিটি যাত্রী বাহী ট্রেনে নিরাপত্তা ব্যবস্হা জোরদার করা হয়েছে।