নড়িয়ায় কৃষি জমিতে মাছের প্রজেক্ট, ভেকু জব্দ 

প্রকাশ | ২৫ মে ২০২৫, ১০:৪৩

নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

শরীয়তপুরের নড়িয়া উপজেলার চাকধ এলাকায় কৃষি জমিতে অবৈধভাবে মাটি কেটে মাছের প্রজেক্ট করার অভিযোগে একটি ভেকু মেশিন জব্দ করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২৪ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল। অভিযানে চাকধ গ্রামের একটি কৃষি জমি থেকে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু মেশিন আটক করা হয়।

অভিযানকালে ইউএনওর সঙ্গে উপস্থিত ছিলেন নড়িয়া থানার পুলিশ সদস্য ও আনসার বাহিনীর সদস্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল বলেন, চাকধ এলাকার একটি উর্বর কৃষি জমিতে অবৈধভাবে মাটি কেটে মাছের প্রজেক্ট তৈরি করা হচ্ছিল। আমরা ভেকুটি জব্দ করেছি এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কৃষি জমি রক্ষায় আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। 

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষি জমি রক্ষা ও অবৈধ মাটি কাটার বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।