গাংনীতে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

প্রকাশ | ২৫ মে ২০২৫, ১১:১৬

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
ছবি-যায়যায়দিন

সারাদেশের ন্যায় মেহেরপেুরের গাংনীতে ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। 

আজ রোববার সকাল সাড়ে নয় টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের নেতৃত্বে শোভাযাত্রা এবং উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহন করেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনা, জেলা জামায়াতের শুরা সদস্য নাজমুল হুদা, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সাদ্দাম হোসেন, প্রানীসম্পদ কর্মকর্তা ডা. মোত্তালিব আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুনসুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

তিনটি স্টলে ভূমি অনলাইন সেবাসহ সকল সেবা সম্পর্কে সাধারণ জনগণকে অবহিত করতে এ মেলা ২৫ মে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ২৭ মে পর্যন্ত।