বাকেরগঞ্জে ভরপাশায় বিএনপির কর্মীসভা
প্রকাশ | ২৫ মে ২০২৫, ১১:৫১ | আপডেট: ২৫ মে ২০২৫, ১২:৩১

বরিশাল বাকেরগঞ্জে বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আয়োজনে ও জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের নির্দেশনায় কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ মে) স্থানীয় জবেতুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
ভরপাশা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক পলাশ খলিফার সঞ্চালনায় ও সভাপতি সামিম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন তালুকদার শাহিন, অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য বক্তব্য রাখেন বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সদস্য রুহুল আমিন জোমাদ্দার। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অহিদুল ইসলাম স্বপন সিকদার, যুবদল আহবায়ক এনায়েত হোসেন খান বিপু।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহমুদ খান সুমন, কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাবেক ভরপাশা ইউনিয়ন সাধারণ সম্পাদক আলাউদ্দিন মোল্লা। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ। স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোল্লা মাসুদ রানা। উপজেলা যুবদলের সদস্য মোহাম্মদ মিনহাজুল ইসলাম সুজন। উপস্থিত ছিলেন ভরপাশা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় সহস্রাধিক নেতাকর্মী।
প্রধান অতিথির বক্তব্যে পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন তালুকদার শাহিন উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আমরা এই উপমহাদেশের অন্যতম আদর্শিক রাজনৈতিক সংগঠনের কর্মী, যে আদর্শিক রাজনৈতিক সংগঠনের শুভসূচনা করেছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দলের নেতৃত্ব রয়েছেন দেশ নায়ক তারেক রহমান, আমরা দেশ নায়ক তারেক রহমানের সুশৃঙ্খল নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করবো এবং আগামী প্রজন্মের বাসযোগ্য আধুনিক সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখবো। প্রধান বক্তা রুহুল আমিন জোমাদ্দার দলকে গনতান্ত্রিক উপায় সুসংগঠিত করতে ও আবুল হোসেন খানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত মডেল উপজেলা গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
কর্মী সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে ও বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।