রামগতিতে ভূমি মেলা উদ্বোধন
প্রকাশ | ২৫ মে ২০২৫, ১২:২৪

লক্ষ্মীপুরের রামগতিতে ভূমি মেলা ২০২৫ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।
রোববার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিস মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, মেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন।
নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি প্রতিপাদ্যকে সামনে রেখে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সামিউল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আজগর হোসেন, পল্লী ব্যাংক ম্যানেজার মহি উদ্দিন, উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ রায়হান, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সাধারণ সম্পাদক লক্ষ্মীপুর ওমর ফারুক এবং সেবাপ্রত্যাশী আবু তাহের।
অন্যান্যদের উপস্থিত ছিলেন বড়খেরী ভূমি সহকারী কর্মকর্তা মোবারক হোসেন, চর বাদাম ভূমি সহকারী কর্মকর্তা আলী হোসেন সিরাজী, পৌর ভূমি সহকারী কর্মকর্তা দিদার হোসাইন, সার্ভেয়ার আবদুল কাদের, সভাপতি ঝন্টু বিকাশ চাকমা বলেন ২৫-২৭ মে দেশব্যাপী তিন দিনের সেবা দিবস শুরু এসময়ে সেবাপ্রত্যাশীদের ওয়ান স্টপ সার্ভিস দেয়া হবে। এছাড়াও নিয়মিত ভাবে অন্যান্য ভূমি সেবা চলমান থাকবে। নিয়মিত খাজনা পরিশোধ ও ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে নাম জারি করার পরামর্শ দেন। এসময় তিনি সেবাপ্রত্যাশীদের দালাল চক্রের দ্বারা প্রতারিত না হয়ে সরাসরি অফিসে এসে যোগাযোগ করার পরামর্শ ও দেন তিনি।