ভূঞাপুরে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন  

প্রকাশ | ২৫ মে ২০২৫, ১৬:১৪

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
ভূঞাপুরে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন উপলক্ষে শোভাযাত্রা । ছবি: যায়যায়দিন

‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।

রোববার ২৫ মে সকালে উপজেলা ভ‚মি অফিসে উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আবদুল্লাহ খান।
 
সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন- উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আব্দুস ছোবহান, থানা অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম, উপজেলা প্রকৌশলী মো. আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. চাঁদ মিয়া, সাংবাদিক আসাদুল ইসলাম বাবুল, কামাল হোসেন প্রমুখ। আলোচনা শেষে এক বর্ণাঢ্য  শোভাযাত্রা অনুিষ্ঠত হয়।