ভূমি মেলার উদ্বোধনী অনুষ্ঠানের ডিসি নুসরাত সুলতানা
প্রকাশ | ২৫ মে ২০২৫, ১৬:৩০

বিস্তীর্ণ চরাঞ্চলের মানুষগুলো যেন খুব সহজেই জমির নাম খারিজ সহ অন্যান্য সরকারি সেবা পেতে পারে এজন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানিয়েছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
রোববার (২৫ মে) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত ভূমি মেলার উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত আহবান জানান।
জেলা প্রশাসক নুসরাত সুলতানা আরো বলেন- ভূমি ব্যবস্থাপনা আইন এখন অনেক সহজ করা হয়েছে। অ্যাপস এর মাধ্যমে অতি দ্রুত আবেদন করা যায়। এখন আর দালাল ধরতে হয় না। আবেদনকারীরা নিজেরাই গিয়ে কাজ করতে পারেন।
উদ্বোধনী আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মো: মাহফুজুর রহমান, কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা জামায়াতে ইসলামির সেক্রেটারি মাওলানা মোঃ নিজাম উদ্দিন, কুড়িগ্রাম জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও কুড়িগ্রাম জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী ঐক্য জোটের সদস্য সচিব আমিনুর রহমান প্রমুখ।
উদ্বোধনী এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন- এডিসি জেনারেল উত্তম কুমার রায়, এডিসি রেভিনিউ মো: জাকির হোসেন, ডিডিএলজি ও কুড়িগ্রাম পৌরসভার প্রশাসক মো: আসাদুজ্জামান, কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসক নুসরাত সুলতানা কুড়িগ্রাম সদর উপজেলা ভূমি অফিসে গিয়ে গণ শুনানি করেন। এ সময় তিনি মনোযোগ সহকারে গণ শুনানিতে অংশগ্রহণকারীদের বক্তব্য শোনেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এর আগে তিনি ফিতা কেটে ভূমি মেলার উদ্বোধন করেন।
এ ছাড়াও সরকারি সেবা গ্রহীতাদের জন্য নির্মিত "কাছারি ঘরের" উদ্বোধন করেন এবং ভূমি মেলার স্টল গুলো পরিদর্শন করেন। এসময় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।