বেলকুচিতে ভূমি মেলারউদ্বোধন
প্রকাশ | ২৫ মে ২০২৫, ১৬:৩৭

সিরাজগঞ্জের বেলকুচিতে ভূমি মেলা-২০২৫ উদ্বোধন করা হয়েছে। রোববার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে ভূমি মেলা উদ্বোধন করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফিয়া সুলতানা কেয়া। ২৫ মে রবিবার থেকে আগামী ২৮ মে পর্যন্ত চলবে এ মেলা।
সহকারী কমিশনার (ভূমি) প্রতীক মন্ডলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নাজমুল হক, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা জামায়াতে ইসলামী'র সহ-সেক্রেটারি মাহবুবুল রশিদ শামীম, মুকুন্দগাঁতী বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া প্রমুখ।