ভেদরগঞ্জে ভূমি মেলার উদ্বোধন

প্রকাশ | ২৫ মে ২০২৫, ১৬:৩৯

ভেদরগঞ্জ(শরীয়তপুর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’—এই প্রতিপাদ্য নিয়ে শরীয়তপুরের ভেদরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা শুরু হয়েছে।


এ উপলক্ষে রোববার (২৫ মে) সকালে উপজেলা ভুমি অফিসের সামে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অনিন্দ্য মন্ডল।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোজাহেরুল হক, উপজেলা এলজিইডি প্রকৌশলী কর্মকর্তা অনুপম চক্রবর্তী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা চৌধুরী আব্দুল্লাহ আল ইমরানসহ সংশ্লিষ্টরা।


এ সময় উপজেলা ভূমি অফিস থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এর পর বেলুন উড়িয়ে ফুতা কেটে মেলার উদ্বোধন করা হয়। এ মেলা চলবে আগামী ২৭ তারিখ পর্যন্ত। মেলায় একটি সেবা বুথ রয়েছে। যেখানে ভূমি সংক্রান্ত সব তথ্য ও সেবা পাওয়া যাবে।


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোজাহেরুল হক জানান, মেলার মূল উদ্দেশ্য হলো ভূমি-সম্পর্কিত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। মেলায় এসে নাগরিকরা সহজেই অনলাইনে ভূমি কর পরিশোধসহ নানা সেবা গ্রহণ করতে পারছেন। এতে ভোগান্তি কমবে এবং ভূমি প্রশাসনের প্রতি মানুষের আস্থা বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।