পাইকগাছায় মহা তাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠিত

প্রকাশ | ২৫ মে ২০২৫, ১৬:৪৩

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

খুলনার পাইকগাছায় ৬ষ্ঠ উপজেলা কাব ক্যাম্পুরী- ২০২৫ মহা তাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠান শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৪ মে) সন্ধ্যায় পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ স্কাউটস পাইকগাছা উপজেলা কমিশনার প্রধান শিক্ষক মো. নূরুজ্জামান এর সভাপতিত্বে  গত চারদিন ধরে অনুষ্ঠিত ক্যাম্পুরীর গতকাল শনিবার ছিল শেষ দিন।

 ওইদিন রাতে অনুষ্ঠিত মহা তাঁবু জলসা, ক্যাম্প ফায়ার, মোমবাতি প্রজ্বলন শেষে  গ্রান্ড- ইয়েল, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরষ্কার ও সনদ বিতরণীর মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল ও উৎপল বাইন, সহকারী শিক্ষা অফিসার দেবাশীষ দাশ ও ঝংকার ঢালী, প্রধান শিক্ষক আব্দুল ওহাব। 

এবছরের প্রতিপাদ্য ছিল "দেশ গড়তে করবো কাবিং, বাংলাদেশ হবে বৈষম্যহীন"। এসময় বাংলাদেশ স্কাউটস পাইকগাছা উপজেলা শাখার সম্পাদক ও ডেপুটি চীফ প্র/শি. রহিমা আখতার শম্পা, জেলা সহকারী কমিশনার অব. প্র/শি. আশুতোষ কুমার মন্ডল, সদস্য প্র.শি. রবীন্দ্রনাথ রায়, কামরুল ইসলাম, বিএম আখতার হোসেন, অঞ্জলী রাণী শীল, এস এম শফিকুল ইসলাম, আ. সবুর খাঁ, মিলি জিয়াসমিন, নাজিরা আক্তার, সেলিনা পারভীন, অজয় রায়, কোহিনূর ইসলাম, 

খলিলুর রহমান, সাব ক্যাম্প চীফ মো. টুকুজ্জামান, রবিউল ইসলাম, পাপিয়া সুলতানা, প্রোগ্রাম চীফ সহ.শি. রত্নেশ্বর সরকার, ডেপুটি অমরেন্দ্র সরকার, ডিরেক্টর এসকে আসাদুল্লাহ মিঠু, স্কাউট লিডার প্রদীপ শীল, মো. রফিকুল ইসলাম, আ. আলীম, আ. রাজ্জাক, প্রসাদ ঢালী‌, রবিউল ইসলাম,সহ অনেকে উপস্থিত ছিলেন। 

পাইকগাছ উপজেলা কাব ক্যাম্পুরীতে ৩৩টা কাব ইউনিট অংশ গ্রহণ করেন।