শ্রীপুরে মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশ | ২৫ মে ২০২৫, ১৭:০৭

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার শ্রীপুরে মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন: ছবি যায়যায়দিন

মাগুরার শ্রীপুরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস মুন্সী ওরফে দুলাল ও তার বড় ছেলে শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সী জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৪ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগি পরিবারের পক্ষে তারই ছোটভাই ও শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল করিম। শ্রীপুরস্থ আলতাব মহিলা কলেজ সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

লিখিত বক্তব্যে শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুন্সী রেজাউল করিম বলেন, ‘বড় ভাই বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুূ্দুস মুন্সী ওরফে দুলাল ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সী জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। দীর্ঘদিন ধরে আমরা বিএনপির রাজনৈতিক পরিবার। বিগত আমলে আমরা বিএনপি করতে এসে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছি। রাজনীতির বয়স ৪০ বছর।

আমি শ্রীপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক ছিলাম। বর্তমানের জেলা বিএনপির আহ্বায়ক কমিটির একজন সদস্য। আমার ভাতিজা মুন্সী জাহাঙ্গীর হোসেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং ভাতিজা মুন্সী ইয়াছিন আলী সোহেল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক। আমরা রাজনৈতিক পরিবার হওয়ায় প্রতিপক্ষের লোকজন আমাদের নিয়ে নোংরা রাজনীতি করছে। আমরা ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলার প্রতিবাদ আপনাদের আহ্বান জানিয়েছি। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘গত ২৩ মে কে বা কারা আমার ভাই, ভাতিজার বাড়ির পাশে পরিত্যক্ত অস্ত্র রেখে তাদের ফাঁসিয়েছে। আমরা সবসময় স্বচ্ছ রাজনীতি করি। আমরা কখনো সন্ত্রাসকে প্রশ্রয় দেই না, সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি। এটাই আমাদের জন্য কাল হতে পারে।

বিএনপির কমিটি গঠন চলমান রয়েছে। আমার প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষরা আমার এবং আমার পরিবারের লোকজনদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। আর এই ষড়যন্ত্রের রোষানলেই আমার বড়ভাই এবং ভাতিজাকে মিথ্যা মামলায় ফাঁসানে হয়েছে। যারা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসিয়েছে আমি তাদের বিচার কামনা করছি। সেই সাথে প্রশাসনকে সঠিক তদন্তের আহ্বান জানাচ্ছি।’