বারহাট্টায় ভূমি মেলার উদ্বোধন

প্রকাশ | ২৫ মে ২০২৫, ১৭:১৬

বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো নেত্রকোনার বারহাট্টায় শুরু হয়েছে ভূমি মেলা ২০২৫।

আজ রোববার (২৫ মে) থেকে ২৭ মে পর্যন্ত এই ভূমি মেলা চলবে।

এ উপলক্ষে রোববার সকালে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

র‍্যালিটি ভূমি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা ভূমি অফিসের সামনে এসে শেষ হয়।

র‍্যালিতে উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি শামীমা আফরোজ (মারলিজ) সহ ৭ ইউনিয়নের  ভূমি কর্মকর্তাবৃন্দ।

এসময় এসিল্যান্ড শামীমা আফরোজ (মারলিজ) অনলাইনে জমির খাজনা প্রদান,ই নাম জারি, অনলাইনে বাড়িতে বসেই প্রদান করাসহ ভূমি অফিসের সকল সেবা প্রদানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।