কেন্দুয়ায় ভূমি মেলার উদ্বোধন

প্রকাশ | ২৫ মে ২০২৫, ১৭:২৫

কেন্দুয়া ( নেত্রকোনা)  প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি’ শ্লোগান নিয়ে নেত্রকোনার কেন্দুয়ায় তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। 

রোববার (২৫ মে) বিকালে উপজেলা ভূমি অফিসের সামনে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন ঘোষণা করেন এসিল্যান্ড নিলুফা ইয়াসমিন নিপা। পরে একটি র‌্যালী অনুষ্ঠিত হয়। 

এসময় ওসি মিজানুর রহমান,কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি সেকুল ইসলাম খান, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম,যুগ্ম সম্পাদক আবু বকর ছিদ্দিক, পৌর বিএনপি সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী,সেবা গ্রহীতা ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।