ভূরুঙ্গামারীতে ভূমি মেলার উদ্বোধন

প্রকাশ | ২৫ মে ২০২৫, ১৭:২৭

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

 'নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভূমি মেলা'র উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে তিন দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস। এর আগে ভূমি অফিস থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় ভূমি অফিসে এসে শেষ হয়।

এসময় ভূমি কমিশনারের অস্থায়ী দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস জানান, মেলার মূল উদ্দেশ্য হলো ভূমি-সম্পর্কিত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। মেলায় উপস্থিত নাগরিকরা সহজেই খতিয়ান উত্তোলন, নামজারি, জমা খারিজ, অনলাইনে ভূমি কর পরিশোধসহ নানা সেবা গ্রহণ করতে পারবেন। এতে জনসাধারণের ভোগান্তি কমবে এবং ভূমি প্রশাসনের প্রতি মানুষের আস্থা বাড়বে বলে আশা প্রকাশ করেন তাঁরা

এ সময় উপজেলা সাবেক বিএনপি নেতা ফরিদুল হক শাহিন শিকদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহনাজ পারভীন, ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম,পল্লি বিদ্যুৎ এর ডিজিএম মিজানুর রহমান ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণ  উপস্থিত ছিলেন।