ভূরুঙ্গামারীতে অবৈধ তেলের পাম্প উচ্ছেদ, মালিককে জরিমানা

প্রকাশ | ২৫ মে ২০২৫, ১৭:২৮ | আপডেট: ২৫ মে ২০২৫, ১৮:৩৫

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধভাবে স্থাপিত একটি মিনি তেলের পাম্প উচ্ছেদ করে মোবাইল কোর্টের মাধ্যমে মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

রোববার (২৫ মে) দুপুরে  উপজেলার  পাগলাহাট  বিজিবি চেকপোস্ট সংলগ্ন জামতলা মোড়ে বেআইনিভাবে স্থাপিত এই তেলের পাম্পে ভূরুঙ্গামারী থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মেজিস্ট্রেট গোলাম ফেরদৌস।

জানাগেছে, পাগলারহাট বাজারের পাশে জনৈক আলাউদ্দিন নামের এক ব্যক্তি তিলাই ইউনিয়ন পরিষদ থেকে খুচরা তেল ব্যবসায়ীর একটি ট্রেড লাইসেন্স নিয়ে তেলের পাম্পটি স্থাপন করে দীর্ঘদিন ধরে ডিজেল ও পেট্রোল বিক্রি করে আসছিল। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর রবিবার দুপুরে অভিযান চালানো হয়।

প্রশাসন জানায়, অনুমোদন ছাড়াই জ্বালানি বিক্রির এমন কার্যক্রম জননিরাপত্তার জন্য হুমকি হওয়ায় পেট্রোলিয়াম আইনে প্রতিষ্ঠানের মালিক আলাউদ্দিন আলীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।