ডোমারে স্বাস্থ্য কমপ্লেক্সের ভান্ডার রক্ষকের বিদায় সংবর্ধনা

প্রকাশ | ২৫ মে ২০২৫, ১৭:৩৭

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভান্ডার রক্ষক জনাব কাজী মোঃ আনোয়ার হোসেনের বদলী জনিত বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। 


রোববার দুপুরে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ রায়হান বারী।এসময় উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডাঃ কামরুল হাসান নোবেল, সেনেটারী ইন্সপেক্টর আল আমিন রহমান, নার্সিং সুপার ভাইজার রেবেকা সুলতানা, সিনিয়র নার্স অটি ইনচার্জ শিল্পী আকতার, ব্রাদার সুজন প্রমূখ। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিদায়ী ভান্ডার রক্ষক কাজী মোঃ আনোয়ার হোসেনের হাতে ক্রেষ্ট তুলে দেন প্রধান অতিথি ডাঃ রায়হান বারী ও ডাঃ কামরুল হাসান নোবেল।