শিবপুরে তিন দিনব্যাপি ভূমি মেলা উদ্বোধন

প্রকাশ | ২৫ মে ২০২৫, ১৭:২৯ | আপডেট: ২৫ মে ২০২৫, ১৯:১২

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর শিবপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা । ছবি: যায়যায়দিন

নরসিংদীর শিবপুরে তিন দিনব্যাপি ভূমি মেলা ২০২৫ শুরু হয়েছে। এ উপলক্ষে রেববার ২৫ মে সকাল সাড়ে ১০ টায় শিবপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি মেলা ২০২৫, উদ্বোধন করা হয়।

বর্ণাঢ্য র‍্যালি ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শিবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. ফারজানা ইয়াসমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমি মেলা উদ্বোধন করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহ. আব্দুর রহিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এসএম খোরশেদ আলম, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুর রহমান, শিবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন  প্রমূখ।