কালিয়াকৈরে ভূমি মেলার উদ্বোধন

প্রকাশ | ২৫ মে ২০২৫, ১৭:৪৫ | আপডেট: ২৫ মে ২০২৫, ১৭:৫৩

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

 নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি এ প্রতিপাদ্যকে সামনে রেখে  ন্যায় গাজীপুরের কালিয়াকৈরে তিন দিনব্যাপী  ভূমি মেলা ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। 

 ভূমি অফিসের আয়োজনে রোববার (২৫ মে)  এ মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদ।

 মেলা উপলক্ষ্যে উপজেলা ভূমি অফিস থেকে একটি র‍্যালী শুরু হয়ে  ঢাকা -টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ শেয়ে পুনরায়  ভূমি অফিসে গিয়ে শেষ হয়। রেলি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠি হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন ভূমি ব্যবস্থাপনা সহজীকরণ করা হয়েছে। এখন মানুষ ইচ্ছা করলে ঘরে বসেই তার জমির খাজনা পরিশোধ মিউটেশন সহ নানা ধরনের সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারে।

 আগে জমি মিউটেশনের জন্য মানুষের দ্বারে দ্বারে বা ভূমি অফিসে ঘুরতে হতো ভুমি সেবা সহজিকরণের কারণে এখন আর তাদের দূর-দূরান্ত থেকে ভূমি অফিসে না এসেও বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে অনেক কাজ করে নিতে পারে। 

এছাড়া তিনি উল্লেখ করেন জমির মালিকরা তাদের জমির মালিকানা ঠিক রাখার জন্য প্রতিবছর সঠিকভাবে তাদের জমির খাজনা পরিশোধ করে।

 জমির খাগড়া পরিষদ করলে যেমন নিজের জমির ঝামেলা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে অপরদিকে গভমেন্ট রাজস্ব আদায়ের মাধ্যমে দেশের উন্নয়ন অব্যাহত রাখে তাই প্রত্যেক জমির মালিকের উচিত সঠিক সময় তাদের পরিশোধ করার মন-মানসিকতা ঠিক রাখতে হবে।


 অনুষ্ঠানের সভাপতি উপজেলা সহকারী কমিশনার ভূমি দিল আফরোজ বলেন জমির প্রতিটি মালিকের উচিত তাদের মালিকানা ঠিক রাখার জন্য যেমন দলিল বায়া দলিল, বণ্টন নামা দলিল, নাম জারি বা জামা ভাগ এসব বিষয়গুলি সঠিক ভাবে করতে হবে। এ সমস্ত কাগজ পাতি ঠিক থাকলে জমির মালিকানো ঠিক থাকবে এবং ভোগান্তির শিকার হতে হবে না।

 তিনি উল্লেখ করেন জমির মালিক যারা আছেন তারা নিয়মিত জমির খাজনা পরিশোধ করবেন। এ খাজনা পরিচিতির জন্য আপনার কারু কাছে যেতে হবে না ঘরে বসেই নিজের মোবাইলের মাধ্যমে আপনি খাজনা পরিষদ করতে পারবেন।


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ এর সভাপতিত্বে  ভূমি অফিসের কাননগো আব্দুল আলীমের  সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, ভূমি মালিক ও সেরা করদাতা হাজী নুরুল ইসলাম রতন, কালিয়াকৈর মডেল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আফসার খান বিপুলসহ আরো অনেকে। 
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের অন্যান্য কর্মকতার্-কর্মচারী, ভূমি মালিক, সাংবাদিক বৃন্দ। সভায় ভূমিকর সহজ ভাবে প্রদান, নিয়মিত কর প্রদানে সুবিধাসহ ভূমি বিষয়ে আলোচনা করা হয়।