দাগনভূঞায় ভূমি মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

প্রকাশ | ২৫ মে ২০২৫, ১৯:২৯

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

দাগনভূঞা উপজেলা ৩ তিনদিনব্যাপী 'ভূমি মেলা ২০২৫  উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও  জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (২৫ মে) ভূমি সংক্রান্ত সকল সেবা প্রদান করার জন্য স্থাপন করা হয়েছে "ভূমিসেবা স্টল"। স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা, ভূমিসেবা স্টলে আগত সেবাগ্রহীতাদের তাৎক্ষণিকভাবে  নামজারি, খাজনা আদায়, ভূমি সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করা হচ্ছে। 

৩ দিনব্যাপী আয়োজিত ভূমি মেলা-২০২৫ এ যে সমস্ত সেবা কার্যক্রম গ্রহণ করা হয়েছে - অনলাইন সেবার জন্য রেজিষ্ট্রেশন, ভূমি উন্নয়ন কর আদায়,  ই-নামজারি, লিজ নবায়ন ফি আদায়, ভূমি উন্নয়ন কর ও অন্যান্য অনলাইন ভূমিসেবা সংক্রান্ত অডিও-ভিডিও কনটেন্ট প্রদর্শন, ভূমি বিষয়ক বিভিন্ন প্রশ্নের জবাব এবং অনলাইন ভূমিসেবা গ্রহণ ও ভূমি উন্নয়ন কর প্রদান সম্পর্কিত লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা স. ম আজহারুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) মো. শাহিদুল আলম, স্কুলের শিক্ষার্থীবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।