আমতলীতে ওয়ার্ল্ড ভিশন ও এনএসএস এর কর্মপরিকল্পনা সভা
প্রকাশ | ২৫ মে ২০২৫, ২১:১৭

শিশু কল্যাণে আমতলীতে ওয়ার্ল্ড ভিশন ও এনএসএস এর দুই দিন ব্যাপী কর্মপরিকল্পনা প্রনয়ন বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। সভায় জনপ্রতিনিধি, অভিভাবক, সাংবাদিক, যুব ও শিশু প্রতিনিধি বৃন্দ অংশগ্রহন করে। আমতলী নতুর বাজার হোটেল ২১ এর হল রুমে শনি ও রবিবার দুদিন ব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ভিশন আমতলীর এপি ম্যানেজার বিপ্লব ইসহাক সরদারের সভাপতিত্বে দু’দিন ব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এনএসএস’র নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননা। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার অশীষ কুমার হালদার, টেকনিক্যাল প্রোগ্রাম ম্যানেজার মো. মুশফিকুর রহমান, ফিল্ড প্রোগ্রাম কোয়ালিটি স্পেশালিষ্ট মো. মিজানুর রহমান, ফিল্ড টেকনিক্যাল প্রোগ্রাম স্পেশালিষ্ট লাইভলিহুড বিশ^জিত সাহা, ফিল্ড টেকনিক্যাল প্রোগ্রাম স্পেশালিষ্ট হেলথ নিউট্রিশন ও ওয়াশ শেখ রাইয়ান রিদওয়ান কবির, এনএসএস এর প্রোগ্রাম ম্যানেজার মৃদুল সরকার, ইউপি সদস্য মুকুল বেগম, শিশু প্রতিনিধি দিগন্ত ও কবিতা প্রমুখ।