পূর্বধলায় তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

প্রকাশ | ২৬ মে ২০২৫, ১০:২৮

পুর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা । ছবি: যায়যায়দিন

নেক্রকোনার পুর্বধলায় ভুমি অফিসের আয়োজনে তিনদিন ব্যাপী ভুমি মেলা শুরু হয়েছে। রবিবার ২৫ মে  উপজেলা ভুমি অফিস প্রাঙ্গনে আয়োজিত মেলার উদ্বোধন করেন  সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আখতার।

মেলার সার্বিক সহযোগিতায় রয়েছে ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প। এবারের শ্লোগান নির্ধারন করা হয়েছ ''নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি''। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম, ওসি (তদন্ত) মিন্টু দে, উপজেলা প্রোগ্রাম অফিসার মো. রফিকুল ইসলাম এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমন্বয়ক প্রতিনিধিগণ।

তিনদিনব্যাপী আয়োজিত মেলায় উপজেলা ভূমি অফিসে স্থাপিত সেবাবুথে ভূমি উন্নয়ন  কর প্রদান, অর্পিত লিজ নবায়ন, শপ লাইসেন্স লিজ নবায়ন,নামজারি সংক্রান্ত পরামর্শ প্রদান এবং ভূমি সংক্রান্ত বিভিন্ন  বিষয়ে পরামর্শ প্রদান করা হবে।

১১টি ইউনিয়ন  ভূমি অফিসে ভূমি উন্নয়ন  কর সরাসরি প্রদান করা যাবে। মেলা উপলক্ষে আরো থাকবে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা।

সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আখতার  জানান দক্ষ,স্বচ্ছ,জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে ভূমির সর্বোত্তম  ব্যবহার ও জনবান্ধব ভূমিসেবা নিশ্চিতকরণে এ মেলার আয়োজন করা হয়েছে। এছারা “ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানোই এই মেলার মূল উদ্দেশ্য বলে তিনি জানান।

মেলায় ডিজিটাল ভূমি সেবা, কর পরিশোধ, নামজারি, দখল সংক্রান্ত অভিযোগসহ বিভিন্ন তথ্য ও সেবা প্রদান করা হবে। মেলাটি চলবে ২৫ মে থেকে ২৭ মে পর্যন্ত।