মনোহরদীতে মোবাইল কোর্ট অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশ | ২৬ মে ২০২৫, ১০:৩৯

নরসিংদীর মনোহরদী উপজেলায় শনিবার (২৫ মে) উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) নরসিংদী আঞ্চলিক অফিসের যৌথ উদ্যোগে জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এ অভিযানে মনোহরদী বাজারের নিবারন মিষ্টান্ন ভান্ডার এবং ভাই ভাই হোটেল এন্ড সুইটমিট-এর বিরুদ্ধে অভিযোগ আনা হয়, তারা বিএসটিআইয়ের অনুমোদন ব্যতীত ফার্মান্টেড মিল্ক (দই) তৈরি, মোড়কজাত এবং বাজারজাত করছিল। এছাড়া তাদের ওজনযন্ত্রেরও কোনো বৈধ ভেরিফিকেশন সনদ ছিল না।
পূর্বে মৌখিক ও লিখিতভাবে সতর্ক করার পরও প্রতিষ্ঠানগুলো সংশোধন না করায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযুক্তদের অভিযোগ সম্পর্কে অবহিত করা হলে তারা তা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়ার নেতৃত্বে পরিচালিত এ মোবাইল কোর্টে প্রত্যেক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। যা তাৎক্ষণিকভাবে আদায় করে মামলা নিষ্পত্তি করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, নরসিংদী আঞ্চলিক অফিসের পরিদর্শক (মেট) মো. আরিফ হোসেন আসিফ। তিনি বলেন, ‘জনস্বার্থে পরিচালিত এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রমে বিএসটিআইয়ের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে