লক্ষ্মীপুরে খাল থেকে ২১ দোকান উচ্ছেদ 

প্রকাশ | ২৬ মে ২০২৫, ১১:১১

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে ২১ দোকান উচ্ছেদ অভিযান -যায়যায়দিন

 বর্ষা মৌসুমের আগেই জলাবদ্ধতা নিরসনে ও খালের পানি প্রবাহে প্রতিবন্ধকতা অপসারণে অভিযান করেছে লক্ষ্মীপুর জেলা প্রশাসন। 

সোমবার (২৬ মে) সকালে সদর উপজেলার রসুলগঞ্জ বাজারে খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে এ অভিযান চালান জেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান।

জানা গেছে, সদর উপজেলার চর রুহিতা ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে খালের ও সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। স্থানীয় প্রভাবশালীরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। 

এতে দূষণ হচ্ছে খালের পরিবেশ। এছাড়া খাল দখল করে গড়ে ওঠা স্থাপনার জন্য পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে। ফলে খালের পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকান উচ্ছেদ করা হয়। 

জেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান বলেন, অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু কেউ তা সরায়নি। এজন্য আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। উচ্ছেদ করা হয়েছে খাল ও সরকারি জমিতে থাকা ২১ টি দোকানঘর।