মোল্লাহাটে যুবকের ওপর হামলা, আড়াই লাখ টাকা ছিনতাই

প্রকাশ | ২৬ মে ২০২৫, ১৩:৪৫

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
প্রতীকী ছবি

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় মো. মিলন শেখ (৩২) নামে এক যুবকের ওপর অতর্কিত হামলা চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার ২১ মে সন্ধ্যায় উপজেলার গাওলা মাদ্রাসা ঘাট এলাকায় মাহাবুরের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. মিলন শেখ উপজেলার মেঝেরা গাওলা গ্রামের মৃত হেকমত শেখের ছেলে। এ ঘটনায় মোল্লাহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

মিলন শেখ জানান, তিনি সন্ধ্যায় মাহাবুরের দোকানের সামনে বেঞ্চে বসে ছিলেন। হঠাৎ করে একই গ্রামের মৃত আসাদ সরদারের ছেলে মাফিজ সরদার সহ অজ্ঞাত দুই ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়। ওই সময় তারা মিলনের কাছে থাকা নগদ দুই লাখ ছয়চল্লিশ হাজার পাঁচশত টাকা ছিনিয়ে নেয় এবং দ্রুত পালিয়ে যায়।

দোকানদার মাহাবুর বলেন, মিলনকে মারধর করতে দেখে দোকান থেকে বের হয়ে ঠেকাই এবং ভিকটিমকে উদ্ধার করি।

এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তবে বিষয়টি মিমাংসার জন্য গণ্যমান্য ব্যক্তিবর্গ সময় নিয়েছে, দ্রুত মিমাংসা না হলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।