আখাউড়ায় নদীর পাড় কেটে মাটি নেওয়ায় এক লক্ষ টাকা জরিমানা
প্রকাশ | ২৬ মে ২০২৫, ১৩:১৫

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হাওড়া নদীর পাড় কেটে মাটি নিয়ে যাওয়ার দায়ে জহির মিয়া নামে এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সল উদ্দিন উপজেলার মোগড়া ইউনিয়নের আদমপুর এলাকায় হাওড়া নদী এলাকা পরিদর্শনে গিয়ে মাটি কাটার সত্যতা পান।
পরে তিনি আদালত পরিচালনা করে এ অর্থদন্ড প্রদান করেন। আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে নদীর পাড় কেটে মাটি বিক্রি করছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সল উদ্দিন।
সেখানে গিয়ে দেখতে পান ভেকু দিয়ে মাটির পাড় খাস জমি কেটে মাটি নিয়ে গেছে। এতে, নদী রক্ষা বাঁধ ভেঙ্গে পড়ার ঝুঁকি বেড়েছে। খোঁজ খবর নিয়ে জানতে পারেন জহির মিয়া মাটি কেটে নিয়েছেন।
পরে আদালত বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারায় আওড়ার চর গ্রামের জহির মিয়াকে ১ লক্ষ টাকা জরিমানা করেন।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দীর্ঘদিন থেকে নদীর পাড়, ফসলি জমি, নদীর চর থেকে মাটি কাটছেন। কেউ বাঁধা দিলে পতিত সরকারের দোসর তকমা দিয়ে মামলা হামলার ভয় দেখায়। এ কারনে কেউ তাদের নাম বলতে সাহস করে না।
এ ব্যপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সল উদ্দিন বলেন, অবৈধভাবে নদীর পাড় কেটে মাটি নেওয়ার দায়ে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।