আখাউড়া স্থলবন্দর দিয়ে ৩৮ টন জিরা আমদানি
প্রকাশ | ২৬ মে ২০২৫, ১৩:৫৪ | আপডেট: ২৬ মে ২০২৫, ১৩:৫৭

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৩৮ মে. টন জিরা আমদানি করা হচ্ছে। রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভারতীয় ৪টি ট্রাক জিরা নিয়ে আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছায়। প্রতি কেজি জিরার দাম পড়েছে প্রায় সাড়ে ৫শ টাকা। জিরা আমদানির সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।
বন্দর সূত্রে জানা গেছে, ঢাকার পরশী ইমপেক্স ও সততা ট্রেডিং এবং মেসার্স আদনান ট্রেড ইন্টারন্যাশনাল নামে তিনটি আমদানিকারক প্রতিষ্ঠান এই জিরা আমদানি করেছে। কাস্টমস ক্লিয়ারিং ও ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছে আখাউড়া স্থলবন্দরের মেসার্স আদনান ট্রেড ইন্টারন্যাশনাল।
তিনি আরও জানান, প্রতিকেজি জিরা মূল্য প্রায় ৪.৫ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৫৪৫.৭৬ টাকা।
আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান বলেন, চলতি বছরে এর আগেও কয়েকবার এই বন্দর দিয়ে জিরা আমদানি হয়েছে। ঈদুল আজহা সামনে রেখে আরও আমদানির সম্ভাবনা রয়েছে। আজকে বন্দররের আনুষ্ঠানিক কার্যক্রম শেষে জিরা গুলো খালাস হবে।