আড়াইহাজারে ডাকাত হাসান আলী গ্রেপ্তার
প্রকাশ | ২৬ মে ২০২৫, ১৫:০৫

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ হাসান আলী (৬৩) নামে এক ডাকাতকে গ্রেপ্তার করে সোমবার সকালে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করেছে। গ্রেপ্তারকৃত হাসান আলী উপজেলার সদর পৌরসভার কৃষ্ণপুরা এলাকার মৃত কালো মিয়ার ছেলে।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন স্থানীয় সাংবাদিকদেরকে জানান, ধৃত হাসান আলী ইতিমধ্যে ডাকাতি এবং খুনের মামলায় ফরিদপুর জেলায় ১২ বছর জেল খেটে এসেছে।
সম্প্রতি এলাকায় এসে আবারো চুরি-ডাকাতির নেতৃত্বে জড়িত হয়েছে। তাকে রোববার দিবা গত রাতে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে আরো একটি ডাকাতি মামলা দিয়ে সোমবার সকালে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।