রামগতিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
প্রকাশ | ২৬ মে ২০২৫, ১৫:৩৮

লক্ষ্মীপুরের রামগতিতে ২০২৪-২৫ অর্থ বছরের প্রোগ্রাম অনণ এগ্রিকাচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্নেনারশীপ এ্যান্ড রিসিলিয়েশন ইন বাংলাদেশ (পর্টনার) প্রোগ্রামের আওতায় পর্টনার ফিল্ড স্কুল এ্যান্ড কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ মে) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রামগতির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন, প্রধান আলোচক ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মজিবুর রহমান, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) ঝন্টু বিকাশ চাকমা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন,
উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহিম, পৌরসভা বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র সাহেদ আলী পটু, পৌরসভা জামায়াতের আমীর মাওলানা আবুল খায়ের, সমাজ সেবা অফিসার বজলুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান,সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সামিউল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোঃ রেজাউল হক , এছাড়া অনুষ্ঠানে ফিল্ড স্কুল প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।