৩ বছরের সাজা'র ভয়ে ৬ বছর পলাতক, অতঃপর...
প্রকাশ | ২৬ মে ২০২৫, ১৬:১৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জে তিন বছরের সাজার ভয়ে ছয় বছর পালিয়ে থাকা এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৫ মে) রাতে উপজেলা শহরের থানা চারমাথা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া মাসুম শেখ নামের সাজাপ্রাপ্ত ওই ব্যক্তি উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের মালেকাবাদ গ্রামের ওসমান শেখের পুত্র।
যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় অপরাধের এক মামলায় তিন বছরের সাজা মাথায় নিয়ে তিনি প্রায় ছয় বছর যাবত পলাতক ছিলেন।
থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার মাসুম শেখের বিরুদ্ধে দুটি মামলা (২০৫/১৯ ও ১৪৩/১৯) রয়েছে। এর মধ্যে ১৪৩/১৯ মামলায় ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় অপরাধের অভিযোগে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোবিন্দগঞ্জ (চৌকি) আদালত তাকে তিন বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, মাসুম শেখ তিন বছরের সাজা মাথায় নিয়ে প্রায় ৬ বছর আত্মগোপনে ছিলেন। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।