নীলফামারীতে মৎস্য চাষিদের নিয়ে প্রশিক্ষণ

প্রকাশ | ২৬ মে ২০২৫, ১৬:৩৮

স্টাফ রিপোর্টার, নীলফামারী
ছবি : যায়যায়দিন

নীলফামারী জেলার মৎস্য চাষিদের নিয়ে মৎস্যচাষের উপর সোমবার (২৬ মে) দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

জেলা মৎস্য অফিসের সন্মেলন কক্ষে বেসরকারী উন্নয়ন সংস্থা আশা আয়োজিত মৎস্য চাষ প্রশিক্ষণে জেলার ৩০জন মৎস্য চাষি প্রশিক্ষণ গ্রহণ করেন। 

প্রশিক্ষণ প্রদান করেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তারিনা আফরোজ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আশা’র সিনিয়র জেলা ম্যানেজার মোঃ নজরুল ইসলাম, সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোঃ কামরুজ্জামান, সদরের ব্রাঞ্চ ম্যানেজার মোঃ নুরুজ্জামানসহ আরো অনেকে। 

আশা’র সিনিয়র জেলা ম্যানেজার মোঃ নজরুল ইসলাম জানান, বিভিন্নজাতের মাছের উৎপাদন বৃদ্ধি, কৌশল ও বাজারজাত করণের উপর গুরুত্ব দেয়া হয়।