পঞ্চগড়ে উপকারভোগিদের নিয়ে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ

প্রকাশ | ২৬ মে ২০২৫, ১৮:০৪

পঞ্চগড় প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

পঞ্চগড়ে হত দরিদ্র মহিলাদের ছাগল পালনের মাধ্যমে আত্মসামাজিক উন্নয়ন প্রকল্পের আওতায় উপকারভোগিদের নিয়ে দিনব্যাপী ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-বিএনএফ’র আর্থিক সহায়তায় ওই প্রশিক্ষণের আয়োজন করে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়ন সমাজ কল্যাণ ফেডারেশন। গতকাল সোমবার সকালে ফেডারেশন কার্যালয়ে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন পঞ্চগড় সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মরিয়ম রহমান। 

হাফিজাবাদ ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশনের চেয়ারম্যান আবেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য দেন ফেডারেশনের সেক্রেটারী আব্দুস সাত্তার, সাবেক ফেডারেশন চেয়ারম্যান আবু তাহের প্রমূখ। 

প্রশিক্ষণে ২১ জন উপকারভোগি নারী অংশগ্রহণ করেন। প্রকল্পের আওতায় প্রতিজন উপকারভোগি নারীকে বিনামূল্যে দুইটি ছাগল প্রদান করা হয়েছিল।