ফুলগাজী সীমান্তে পুশইন ২৭ বাংলাদেশি ফিরে পেল পরিবার
প্রকাশ | ২৬ মে ২০২৫, ১৮:৪২

ফেনীর ফুলগাজী উপজেলায় পুশ ইন ঘটনায় ২৭ বাংলাদেশিকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে স্থানীয় প্রশাসন। সোমবার (২৬ মে) সকালে তাঁদেরকে প্রশাসনের উপস্থিতিতে পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এসময় স্হানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গত বৃহস্পতিবার (২২ মে) ভোরে উপজেলার আমজাদহাট ইউনিয়নের খেজুরিয়া সীমান্তে ১২ জন, মুন্সীরহাট ইউনিয়নের কমুয়া ও সদর ইউনিয়নের সোনারপুর সীমান্তে ১৫ জনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের মধ্যে সাতজন নারী ও ১০ জন শিশু রয়েছে।
তাঁদের সবার বাড়ি কুড়িগ্রাম জেলায়। তাঁদের কাছে বিদেশ যাওয়ার কোনো কাগজপত্র (ভিসা-পাসপোর্ট) নেই। কাজের সন্ধানে তাঁরা গত ৫ ও ১০ বছর পূর্বে ভারতে গিয়েছিলেন। আটককৃতরা জানান, তাঁরা ভারতেের হরিয়ানা রাজ্যের খরগোদা এলাকায় বসবাস করতেন। দীর্ঘ বছর যাবৎ সেখানে ইটভাটার শ্রমিক হিসেবে তাঁরা কাজ করে আসছিলেন। তাঁদের দাবি মালিক পক্ষের নিকট টাকা পয়সা চাইলে তাদের দেশে পাঠিয়ে দেয়ার হুমকি দিতেন।
ফুলগাজী থানার পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) নুরুল ইসলাম জানান, বিজিবি'র নিকট আটককৃতরা বাংলাদেশী নাগরিক। পুলিশ ২৭ বাংলাদেশীকে সোমবার সকালে প্রশাসনের উপস্থিতিতে তাঁদের পরিবারের লোকজনের নিকট হস্তান্তর করা হয়েছে। এর আগে গত ২২ মে ২৭ জন বাংলাদেশীকে ভারতের বীর সিং ও ত্রিপুরা রাজ্যে থেকে বিএসএফ পুশ ইন করে। পরে বিজিবি তাঁদের আটক করে ফুলগাজী থানায় হস্তান্তর করেন।
ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহরিয়া ইসলাম বলেন, পুশ ইনের পর থেকে তাদেরকে পুলিশ হেফাজতে রাখা হয়েছিল। সোমবার (২৬ ম) সকালে তাঁদের ২৭ জনকে কুড়িগ্রাম পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।