অবৈধভাবে সিলিন্ডার মজুদ কোটি টাকার লাভের আশা, ফলাফল ‘শূন্য’
প্রকাশ | ২৭ মে ২০২৫, ১২:২০ | আপডেট: ২৭ মে ২০২৫, ১৩:০৬

সরকারি নীতিমালা অমান্য করে প্রশাসনকে বৃদ্ধাঙুলি দেখিয়ে কক্সবাজারের কুতুবদিয়ায় এলপি গ্যাস সিলিন্ডার মজুদ বাণিজ্য চলছে অহরহ। এদিকে, অবৈধভাবে সিলিন্ডার মজুদ করে কোটি টাকার লাভের আশায়, ফলাফল হয়েছে ‘শূন্য' বলছি গতকাল সোমবার (২৬ মে) বিকালে ধুরুংবাজারের পশ্চিমপাশে অলি পাড়ায় অনুমোদনহীন এলপি গ্যাস সিলিন্ডার গুদামে অগ্নিকাণ্ডে ঘটে যাওয়া ঘটনার কথা। এ অগ্নিকান্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে যায় পুরো গুদামে। সেসাথে বাড়িতে রাখা প্রচুর সামুদ্রিক জালও পুড়ে যায়। পরে, ফায়ার সার্ভিস ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা ও স্থানীয়রা জানান, অলীপাড়ার বাসিন্দা মৃত রশিদ আহমদের ছেলে সাইফুল ইসলাম প্রকাশ গুন্নু মাঝি দীর্ঘদিন ধরে অবৈধভাবে গুদামে বিভিন্ন কোম্পানীর এলপি গ্যাস সিলিন্ডার মজুদ করে অবৈধভাবে ব্যবসা করছে। এদিকে,গত কয়েকদিন ধরে চট্রগ্রাম থেকে তিনজন লোক এনে সিলিন্ডার রিলোড করতেছেন তিনি। সে থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন তারা।
দক্ষিণ ধূরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ জানান, সোমবার বিকালে সাইফুল ইসলাম প্রকাশ গুন্নু মাঝি গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আনুমানিক বোটের জাল আর গ্যাস সিলিন্ডারসহ মোট ৩০ থেকে ৪০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন তিনি। অগ্নিকান্ডের সূত্রপাত কোথায় থেকে হয়েছে জানা যায়নি বলে জানান তিনি।
কুতুবদিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সোহেল আহমেদ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তার টিমসহ ঘটনাস্থনে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি আরো বলেন, গ্যাস লিকেজের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা তার। ক্ষতিগ্রস্তের মতে, ওই গুদামে জাল ও ২'শ গ্যাস সিলিন্ডার পুড়ে গেছে।