ভূমি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ
ভূমি জটিলতা এড়াতে সচেতন হওয়ার আহ্বান আখাউড়া ইউএনও’র
প্রকাশ | ২৭ মে ২০২৫, ১৪:১৮

দলিল, দাখিলা ও দখল ভূমির মালিকানা নিশ্চিত করে। ভূমির কর না দেওয়া মানে ঘরে তালা না দেওয়ার মত। ভূমি সংক্রান্ত প্রতারণা থেকে রক্ষা পেতে এ তিন ‘দ’ মেনে চলার আহ্বান জানান ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জি.এম. রাশেদুল ইসলাম।
উপজেলা ভূমি অফিসের আয়োজনে তিন দিনব্যাপী ভূমি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মঙ্গলবার (২৭ মে) দুপুরে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ভূমি মেলার উদ্দেশ্য হলো জনগণকে সচেতন করা। ভূমির কাগজপত্রের বিষয়ে সচেতন থাকলে ভূমি সংক্রান্ত বিরোধ এবং মামলা মোকদ্দমা এড়ানো সম্ভব হবে। ৮০ ভাগের বেশি মামলা হয় ভূমি সংক্রান্ত বিষয়ে। এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি ভূমি উন্নয়ন কর পরিশোধ করার আহবান জানান।
এ সময় ভূমি অফিসকে আন্তরিকভাবে সেবা দেওয়ার নির্দেশনা দেন ইউএনও জি. এম. রাশেদুল ইসলাম। ভূমি মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপকারভোগী, গণমাধ্যমকর্মী ও স্কুল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন বলেন, আখাউড়া উপজেলায় চলতি বছর ৯৬ শতাংশ ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে। জনগণের সচেতনতা এবং ভূমি অফিসের আন্তরিকার কারণেই এটা সম্ভব হয়েছে। তিনি আশা করেন আগামী বছর শতভাগ কর আদায় করতে পারবেন।
গণমাধ্যম কর্মীদের মধ্যে বক্তব্য রাখেন আখাউড়া প্রেস ক্লাবের সভাপতি শাহাদাত হোসেন লিটন। পরে মেলা উপলক্ষে স্কুল পর্যায়ে ভূমি সংক্রান্ত বিষয়ের কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ৬ শিক্ষার্থীকে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন আখাউড়া সদর (ভূমি) সহকারী কর্মকর্তা আশফাকুর রহমান, মনিয়ন্দ (ভূমি) সহকারি কর্মকর্তা তোফাজ্জল হোসেন, তন্তর (ভূমি) সহকারী কর্মকর্তা আশুতোষ ভৌমিক ও সাটিফিকেট সহকারী আহাদ আলী।