পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা ১৬ হাজার টাকা
গৌরনদীর টরকীতে ভোক্তা অধিদপ্তরের অভিযান
প্রকাশ | ২৭ মে ২০২৫, ১৫:২২ | আপডেট: ২৮ মে ২০২৫, ০২:৫৯

বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরে ভোক্তা অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়েছে। এ অভিযানে ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে মোট ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর (DNCRP) উপজেলা সহকারী পরিচালক সুমি মিত্র ও সহকারী পরিচালক ইন্দরানী দাস।
অভিযানে গৌরনদী থানা পুলিশের একটি দল সহায়তা প্রদান করে।
ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্য তালিকা না রাখা, অধিক মূল্যে পণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে এই জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে বলেও জানান তারা।