শেরপুরে ভূমি মেলার সমাপনী
প্রকাশ | ২৭ মে ২০২৫, ১৬:৫২

মঙ্গলবার (২৭ মে) জেলা প্রশাসন,শেরপুরের আয়োজনে তিন দিনব্যাপী 'ভূমি মেলা-২০২৫' এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয় ।
প্রধান অতিথি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, মোঃ মোখতার আহমেদ উপস্থিত ছিলেন । তরফদার মাহমুদুর রহমান জেলা প্রশাসক সভাপতিত্বে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা, ও ভিডিওচিত্র প্রদর্শনী, ভূমি সম্পর্কিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
আলোচনা সভায় ভূমি মেলা-২০২৫ উপলক্ষে জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।পরে মেলায় অংশগ্রহণকারী স্টলসমূহকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার ও এবং জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র ও চেক বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আমিনুল ইসলাম- মো: আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া ·উপজেলা নির্বাহী অফিসার শেরপুর সদর , ইশতিয়াক মজনুন ইশতি,সহকারী কমিশনার ভূমি শেরপুর সদর উপজেলা, কাকন রেজ সভাপতি প্রেসক্লাব শেরপুর, জেলা , সিভিল সার্জন জেলা পারিষদের সিইও; জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও মেলায় আগত দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।