ফেনীতে বিজিবির অভিযানে কোটি টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ

প্রকাশ | ২৭ মে ২০২৫, ১৬:৫৪

ফেনী প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) কর্তৃক পরিচালিত এক বিশেষ চোরাচালান বিরোধী অভিযানে আবারো জব্দ করা হয়েছে কোটি টাকার উপরে মূল্যের ভারতীয় শাড়ী ও কাপড়। মঙ্গলবার (২৭ মে ২০২৫)  সকালের দিকে ফেনী জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার সীমান্তবর্তী এলাকায় এই অভিযান চালানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, লেহেঙ্গা, থ্রীপিস, কাশ্মিরী শাল, থান কাপড় ও ইনজেকশন জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের বাজারমূল্য আনুমানিক ১ কোটি ২৪ লক্ষ ৩৯ হাজার ৭৬০ টাকা।

জব্দকৃত পণ্য স্থানীয় কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন।

 তিনি বলেন, “সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে আমাদের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। চোরাচালানের বিরুদ্ধে বিজিবির কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে।”