কাজ না করলে থানায় ওসি’র দরকার নেই: এসপি জাহাঙ্গীর
প্রকাশ | ২৭ মে ২০২৫, ২০:১৩

মৌলভীবাজারের পুলিশ সুপার বলেছেন থানার ওসি যদি মানুষের জন্য কাজ না করে, সঠিক নাগরিক সেবা দিতে না পারে তাহলে থানায় থাকার দরকার নেই। এতো সুযোগ সুবিধা দিচ্ছে সরকার শুধু শুধু এসি রুমে বসে থাকার জন্য নয়। মানুষের সঠিক সেবা প্রদান করতে হবে।’
সোমবার (২৬মে) সন্ধ্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলের থানা প্রাঙ্গণে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির সূচনা বক্তব্যে পুলিশ সুপার এম, কে, এইচ জাহাঙ্গীর হোসেন (পিপিএম-সেবা) এসব কথা বলেন।
তিনি বলেন, ‘সেবা প্রার্থীরা প্রয়োজনে থানায় বসেই সরাসরি পুলিশ সুপারের সাথে ভিডিও কলে কথা বলতে পারবেন। এছাড়া খুব শীঘ্রই জেলায় অনলাইন জিডি চালু হতে যাচ্ছে। ঘরে বসেই যে কেউ জিডি করতে পারবেন। মৌলভীবাজার জেলা পুলিশ জেলার নাগরিকদের সেবা প্রদানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’
পুলিশ সুপার আরও বলেন, ‘এর আগে অনেক ‘ওপেন হাউজ ডে’ করা হয়েছে প্যান্ডেল বেঁধে, অনেক সাজসজ্জা করে, এগুলো সাজসজ্জার মধ্যেই থাকে। কিন্তু ‘ওপেন হাউজ ডে’র উদ্দেশ্য এবং লক্ষ্য সেটা বাস্তবায়ন খুব’ই কম হয়।’ ‘আপনাদের যে কোন পুলিশি সেবা পেতে এবং সেবা দিতে পুলিশ বাধ্য। যদি সেটা থানা পুলিশ না দিয়ে থাকেন তাহলে আপনাদের করণীয় কি ? শ্রীমঙ্গল থানা এলাকায় নাগরিকদের পুলিশের সেবা আরো বেশি গতিশীল এবং জবাবদিহীতা কিভাবে করা যায় সেটা জানাবেন।
এখানে এমন না যে, কোন রাজনৈতিক ব্যাক্তিকে বেশি সেবা প্রদান এবং যারা সব সময় থানায় আসে, তারাই বেশি সুবিধা পাবে। ‘ওপেন হাউজ ডে’তে আপনারা আপনাদের কথা বলবেন, কমিউনিটির কথা বলবেন এবং পুলিশকে আরো বেশি জবাবদিহীতামূলক কিভাবে করা যায় সে পরামর্শ দিবেন।’
‘অভিযোগ বক্সটা যেন থানার বাহিরে গেইটের পাশে রাখা হয়। অনেকের’ই পুলিশের বিরোদ্ধে অভিযোগ থাকে, তারা ভিতরে ঢুকতে চায় না। তারা যেন অভিযোগ বক্সে তাদের অভিযোগ রেখে যেতে পারেন।’ আপনাদের সাথে যদি আমরা মতবিনিময় না করি, আপনাদের মনের কথা না জানি, তাহলে বুঝব কিভাবে আমি সঠিক কাজ করছি কি না।’
ওপেন হাউস ডে- তে শ্রীমঙ্গল শহরের ব্যবসায়ী, রাজনীতিবিদ ও স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
তারা চায়ের রাজধানী ও পর্যটন নগরী খ্যাত এই শহরে মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি, যানজট এবং পর্যটকদের নিরাপত্তার জন্য পুলিশের কার্যকর ভূমিকা কামনা করেন। একই সাথে থানায় সেবা পেতে যাতে কোন রকম হয়রানি না হয় সেদিকে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন।
ওপেন হাউজ ডে-তে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম. সহকারী পুলিশ সুপার শাকিলসহ শ্রীমঙ্গল থানার অন্যান্য কর্মকর্তাগণ