টঙ্গিবাড়ীতে ভূমি মেলার সমাপনি ও পুরুস্কার বিতরণ

প্রকাশ | ২৭ মে ২০২৫, ২০:১৯

টঙ্গিবাড়ী(মুন্সীগঞ্জ) প্রতিনিধি
ছবি : যায়যায়দিন

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় তিন দিন ব্যাপী ভূমি মেলার সমাপনি ও কুইজ প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ করা হয়েছে। 

 

মঙ্গলবার (২৭ মে)  বিকালে উপজেলা পরিষদের  সভাকক্ষে বিজয়ীদের মাঝে ক্রেষ্ট, সনদ পত্র ও ফলজ গাছ প্রদান করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওয়াজেদ ওয়াসিফ এর সভপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান।

 

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোঃ মোজাফফর হোসেন শেখ, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি মোঃ জাহিদ হাসান,আবু বক্কর শেখ সহ কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।